ডুমুরিয়ায় বিচালীর পালা থেকে ১৫টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

0
291

ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া । ডুমুরিয়ায় ১৫টি হাতবোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার রাতে উপজেলার ধামালিয়া গ্রামের মোরশেদ সরদারের বাড়ির পার্শ্বস্থ বিচালির পালা থেকে হাতবোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।থানা পুলিশের সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও চেঁচুড়ি ফাঁড়ি পুলিশের সদস্যরা ধামালিয়া গ্রামের মোরশেদ সরদারের বাড়িতে অভিযান চালায়।এসময় মোরশেদ সরদারের বড়ভাই আমিনুল হক সরদার (৫০) ও ছোট ভাই মোমিন সরদার (৪৫)এর বিচালির পালা তল্লাশি করে কোনকিছু না পেয়ে ফিরে যাওয়ার সময় মোরশেদের বিচালির পালা তল্লাশী করে একটি থলে ভর্তি ১৫টি হাত বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে।শনিবার সকালে মোরশেদ সরদার ও মোমিন সরদার সাংবাদিকদের বলেন,আমাদের ফাঁসানোর জন্যে বাড়ির পাশের বিচালীর পালার মধ্যে এগুলো রেখে পুলিশে খবর দিয়েছে।রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক তুষার কান্তি হালদার বলেন,সংবাদ পেয়ে আমরা ১৫টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছি,পরীক্ষা নিরীক্ষা করে বিস্ফোরক দ্রব্য নিশ্চিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া বলেন, ৯৯৯ এ কল করে একজন বলেছে মোরশেদ সরদারের বাড়িতে বোমা আছে। তারপর সেখানে ফোর্স পাঠানো হয় এবং বোমা সাদৃশ্য বস্তু গুলো উদ্ধার করা হয়।পরীক্ষা নিরীক্ষা না করে বলতে পারছিনা যে এগুলো বিস্ফোরক দ্রব্য কিনা এবং এই ঘটনার সাথে কারা জড়িত সেটা তদন্ত না করে বলা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here