স্থানীয়দের মারধরে ইবি শিক্ষার্থী আহত

0
283

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে কথা কাটাকাটির জেরে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা চালিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে চা খেয়ে ফিরে আসার পথে এ হামলা হয়েছে বলে দাবি করছেন আহত শিক্ষার্থীরা। আহতদের অবস্থা গুরুতর দেখে আশে পাশের লোকজন ভ্যানে করে তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে দেয় । বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার প্রধান প্রক্টর বরাবর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানিয়েছে আহত শিক্ষার্থীরা।
আহত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের ও বঙ্গবন্ধু হলের আবাসিক বাসিন্দা ইয়াসির আরাফাত অভি ও ইংরেজি বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও পার্শবর্তী চলন ছাত্রবাসের মুদাসসির রাহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে শেখপাড়া বাসস্টাড এলাকায় রাফেলের চায়ের দোকানের পাশে দুইজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে। তাদের ধাক্কা মেরে চলে যেতে চেষ্টা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা । পরবর্তীতে এ নিয়ে দুই গ্রুপের কথাকাটাকাটি হয়। বাজারের লোকজন গেলে তাদের মারধর থামিয়ে ভ্যানে করে চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে দেয়।
ভুক্তভোগী ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুদাসসির রাহমান বলেন, আমরা চা খেতে শেখপাড়া গিয়েছিলাম। চা খাওয়া শেষে দুজন ভাই কথা বলছিলেন তাদের মধ্য দিয়ে অভি ভাই প্রবেশ যায়। পরে অভি ভাই সরি বললেও তারা তাকে মারধর করে। আমি থামাতে গেলে আমাকে ইট তুলে মারে।
এ বিষয়ে অর্থনীতি বিভাগের আরাফাত অভি বলেন, দুইজন ব্যক্তি অনেক দূরত্ব রেখে কথা বলছিল সে সময় আমি তাদের অতিক্রম করি। আমাকে পেছন থেকে ডাক দেয় তারা। কারণ জিজ্ঞাসা করলে তারা আমার উপর চড়াও হয় ও আমার পরিচয় জানতে চাই। আমি ইবি শিক্ষার্থী পরিচয় দিলে আমার উপর ক্ষিপ্ত হয়ে মারার কথা বলে। একপর্যায়ে আমি তার প্রতিবাদ করলে আমাদের দুজনকে তারা মারধর করে।
সহকারী প্রক্টর শরিফুল ইসলাম জুয়েল বলেন, তারা প্রক্টর বরাবর আবেদনের একটি আবেদনপত্র পেয়েছি, আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here