মণিরামপুরে চারটি প্রকল্পের পৃথক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি

0
200

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : “দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ” প্রকল্পের আওতায় নিবন্ধিত সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির অংশ গ্রহণে প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি যাচাই ও কর্মকৌশল নির্ধারণী মতবিনিময় সভা অনুষ্ঠান হয়েছে।রবিবার (২৪ জুলাই-২০২২) বিকালে মণিরামপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।দুগ্ধ ও মাংস উৎপাদন প্রকল্পের যুগ্ম-নিবন্ধক (খুলনা ও প্রকল্প পরিচালক) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান, মডেল গ্রাম পাইলট প্রকল্পের, প্রকল্প পরিচালক মো. হেলাল উদ্দিন ও যশোর জেলা সমবায় অফিসার এসএম মঞ্জুরুল হক।
এরআগে সমবায় অধিদপ্তরের প্রকল্প পরিচালকের কার্যালয়ের আয়োজনে, মণিরামপুরের পাড়ালা গ্রামে “বঙ্গবন্ধু গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা” প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠান হয় এবং পরে মণিরামপুরের কালিগঞ্জ মোড়ে, শ্যামকুড়-গোপালপুর ভায়া কালিগঞ্জ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান ও “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মণিরামপুর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, মণিরামপুর উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করে, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন করা হয় এবং মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।এছাড়া এ অনুষ্ঠানে মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, কাজী জলি আক্তার, উপজেলা আওয়ামীলীগের নেতা এড. বশির আহমেদ খান, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আবুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের ও মণিরামপুর উপজেলা আওয়ামী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here