মণিরামপুরে ট্রাক চাপায় ব্যবসায়ীর মৃত্যু

0
225

আনিছুর রহমান স্টাফ রিপোর্টার:- মনিরামপুরে ট্রাকের নিচে চাপা পড়ে তন্ময় ইসলাম তপু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে মনিরামপুর-রাজগঞ্জ সড়কের চন্ডিপুর আমতলা এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত তপু জেলার চৌগাছা উপজেলার মিসিলা (লক্ষ্মীপুর) গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল ব্যবসায়ী ছিলেন।
স্বজনরা জানান, রোববার সকালে এক কর্মচারীকে সাথে নিয়ে মনিরামপুরে মোটরসাইকেল কিনতে আসেন তপু। মোটরসাইকেল কিনে রাজগঞ্জ হয়ে তিনি চৌগাছার বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। তাঁরা চন্ডিপুর আমতলায় পৌছুলে বিপরীতগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে রক্তাক্ত জখম হন তপু। পরে তাঁকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতাল হয়ে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তখন জরুরি বিভাগের চিকিৎসক তপুকে মৃত ঘোষণা করেন।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. তন্ময় বিশ্বাস বলেন, আমাদের হাসপাতালে আনার পর তপুর অবস্থা সংকটাপন্ন ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে যশোর সদর হাসপাতালে প্রেরণ করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here