যশোরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা

0
284

যশোর প্রতিনিধি : যশোরে অভয়নগর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব জানান, উপজেলা নোয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়েছে। এ সময় মিষ্টি ও অন্যান্য খাবারের ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহার, বাসি পুরানো মুরগির গ্রিল, ছানা ও খামি, কাঁচা মাছের সাথে সংরক্ষণ করার অপরাধে বিসমিল্লাহ হোটেল মালিক এবং কার্বন হোটেল মালিককে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বাসি পঁচা খাবার সংরক্ষণের অপরাধে সাতক্ষীরা প্লাস মিষ্টির দোকান এবং প্যারাডাইস হোটেলকে যথাক্রমে ১৮ হাজার ও ৪ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি আরও জানান, অভিযানে জব্দকৃত হাইড্রোজ ও বাসি খাবার ধ্বংস করা হয় এবং কয়েকটি ইলেকট্রিক পণ্যের দোকানকে বেশি দামে (স্টিকার দিয়ে নতুন দামে পুরানো দামের পণ্য বিক্রয়) পণ্য বিক্রয় না করার ও আইন মেনে যথাযথভাবে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যশোরের খাদ্য অফিসার শাকিল আহমেদ ক্যাব যশোরের সদস্য আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি টিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here