অবৈধভাবে ইউরিয়া সার মজুদ করায় অভয়নগরে আবারো দুই সার ব্যবসায়ীকে জরিমানা

0
264

মিটুন দত্ত : যশোরের অভয়নগর উপজেলায় অবৈধভাবে ইউরিয়া সার মজুদ করায় আবারো দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মজুদ করা ৫৪ বস্তা রাসায়নিক সার বাজেয়াপ্ত করা হয়েছে। অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানজিলা আক্তারের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নওয়াপাড়া ও চেঙ্গুটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের জরিমানা এবং সার বাজেয়াপ্ত করেন। সূত্র জানায়, অভয়নগর উপজেলার দুইজন ব্যবসায়ী অবৈধভাবে সার মজুদ করে বেশি দামে বিক্রি করছেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নওয়াপাড়া ও চেঙ্গুটিয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় বিএডিসির (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) ডিলার নওয়াপাড়া স্টেশন বাজরের মেমার্স সানরাইজ এন্টারপ্রাইজের মালিক আব্দুল আউয়াল খাঁনের গুদামে জুলাই মাসের ১৭৯ বস্তা ইউরিয়া সার ডিলারদের মাঝে বিক্রয় না করে বেশি মুনাফা লাভের আশায় গুদামজাত করে রাখে। অবৈধভাবে ইউরিয়া সার মজুদ করার অভিযোগে আব্দুল আউয়াল খাঁনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। এছাড়া চেঙ্গুটিয়া বাজারে মেসার্স মোসলেম এন্টারপ্রাইজের মালিক মোঃ মোসলেম সরদার সার ডিলার না হয়েও তাঁর প্রতিষ্ঠানে বিভিন্ন রাসায়নিক সার পাওয়া যায়। এর মধ্যে এমওপি ১০ বস্তা,টিএসপি ৩৪ বস্তা,ডিএপি ১০ বস্তা ও হাফ বস্তা ইউরিয়া । অবৈধ ভাবে সার রাখার আপরাধে এ সময় তাকে ৩০ হাজার টাকা জরিমানার করে তা আদায় করা হয়। অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানজিলা আক্তার বলেন,‘অবৈধভাবে সার মজুদ, বেশি দামে বিক্রি এবং সার ডিলার না হয়েও দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এ সময় অবৈধভাবে মজুৃদ করা ৫৪ বস্তা রাসায়নিক ও হাফ বস্তা ইউরিয়া সার বাজেয়াপ্ত করা হয়েছে।’ উল্লেখ্য গত বুধবার নওয়াপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিজান চালিয়ে মেসার্স এস এম এন্টারপ্রাইজ,মেসার্স মাহি ট্রেডার্স ও মেসাস তাবু ট্রেডার্সকে জরিমানা করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here