বেনাপোল স্থল বন্দরে ঘোষনা বহির্ভুত ফল আমদানী করায় জরিমানা সহ প্রায় ৪৬ লাখ টাকা রাজস্ব আয়।

0
204

এনামুলহক বেনাপোল থেকেঃ -বেনাপোল স্থলবন্দরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যদের গোপন তথ্য ও অভিযানে গত ৪ আগষ্টে বেনাপোল স্থলবন্দরের ৩১ নম্বর শেডে ১২টি আমদানি কারকের নিকট থেকে ঘোষণা বহির্ভূত ফল আমদানি করায় জরিমানা সহ অতিরিক্ত ৪৫ লাখ ৪৫ হাজার ৬ শ ৮৮ টাকা রাজস্ব আদায় হয়।আমদানীকৃত ফলের মধ্যে ছিল,আনার,আফেল,মাল্টা ও টমেটো আমদানী কারকরা হলেন, এনি এন্টার প্রাইজ,হাসান হোসেন এন্টার প্রাইজ, সাব্বির ট্রেড ইন্টার ন্যাশনাল, বিকে ফুড লি ঢাকা, মেসার্স আল্লাহ দান ঢাকা, জেএইচ ট্রেড ইন্টার ন্যাশনাল চাপাইনবাবগন্জ ,আরাফাত ট্রেড ইন্টারন্যাশনাল,হাসান হোসেন ট্রেড ইন্টার ন্যাশনাল,সোনালী ট্রেড ইন্টার ন্যাশনাল,ফারিয়া ট্রেড ইন্টার ন্যাশনাল,আনাস ফুড,ও গাজী ইন্টার ন্যাশনাল। বিষয়টি বেনাপোল কাষ্টমস কর্তৃপক্ষ এর সত্যতা স্বীকার করেন। স্থলবন্দরে কর্মরত জাতীয় নিরাপত্তা সংস্থাটির বিচক্ষণ চৌকোষ কিছু কর্মকর্তাদের গোয়েন্দা নজরদারী বৃদ্ধির কারণে এ স্থলবন্দরে রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here