যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

0
239

যশোর প্রতিনিধি : যশোর শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার (১০ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে শহরে ঢাকা রোড পূর্ব বারান্দিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শহরের বারান্দিপাড়া বাঁশতলা এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে ইসমাইল (২৫) এবং মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে আল-আমিন (২৬)।
পুলিশ জানায়, ইসমাইল ও আল- আমিন দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে একজন শেখহাটির দিক দিয়ে আসছিল এবং অন্যজন মনিহারের দিক দিয়ে বেপরোয়া গতিতে আসছিলো। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক শুভাশিস রায় দুজনকেই মৃত ঘোষণা করে লাশ মর্গে প্রেরণ করেন। জরুরী বিভাগের চিকিৎসক শুভাশিস রায় জানান, দুজনেরই মাথায় আঘাত লেগেছে। হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা নিরিক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন বাওয়ালী বলেন, মোটরসাইকেল দুইটি দ্রুত গতিতে চলছিল। একজন নিয়ন্ত্রণ হারিয়ে আরেকজনের ধাক্কা দেয়। এ ঘটনায় দুজনই নিহত হন। নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here