পাইকগাছায় পাউবোর গেটখালাসীর বিল্ডিং ভেঙ্গে অবৈধ দখল! এলাকাবাসীর বিভিন্ন দপ্তরে অভিযোগ।

0
235

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের গেট খালাসীর বিল্ডিং ভেঙ্গে অবৈধ দখল করায় জনৈক সেলিম গংদের নামে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে এলাকাবাসী। অভিযুক্ত সেলিম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দোহাই দিয়েই দখল করেছেন। কর্তৃপক্ষের অস্বীকার। অভিযোগে জানা যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছা উপজেলার ১৬ নং পোল্ডারে গদাইপুর ইউনিয়নের বাইশার আবাদ মৌজায় অবস্থিত স্লুইসগেট। স্লুইসগেটের পাশে জমি অধিগ্রহণ করে গেটটি দেখভালের জন্য গেটখালাসীর জন্য বিল্ডিং বাড়ি ১৯৮১ সালে লক্ষ্য লক্ষ্য টাকা ব্যায় করে নির্মাণ করেন। বর্তমানে গেটটি দেখভালের জন্য গেটখালাসী না থাকায় জনৈক সেলিম সরদার,আবু বকর বিল্ডিং ভেঙ্গে সেই ইট দিয়ে নিজ ঘর ও দোকান ঘর নির্মাণ করেছে। বিল্ডিং এর জানালা দরজা খুলে চুরি করে বিক্রি করে দিয়েছে। এসব বিষয়ে এলাকাবাসী পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের কাছে ২৫/৭/২২ তারিখে লিখিত অভিযোগ দায়ের করে। উপজেলা নির্বাহী অফিসার গনস্বাক্ষরিত অভিযোগ টি উপজেলা সহকারী কমিশনার ভূমি কে মার্ক করে দেন। সহকারী কমিশনার ভূমি এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ পাউবোর পাইকগাছা উপ-বিভাগীয় প্রকৌশলী বরাবর সরকারী সম্পত্তি অবৈধ দখলদারদের উদ্ধার করার জন্য স্বারক নং ৩১.৪৪.৪৭৬৪.০০২.০৩৬.১৯.২২-৬০৮/যুক্ত তাং ২৭/৭/২২ দরখাস্ত প্রেরন করেন। এ প্রতিনিধি অভিযুক্ত সেলিম ও আবু বকর এর কাছে জানতে চাইলে তারা জানান,পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছা ও খুলনা কর্মকর্তাদের নির্দেশে গেটখালাসীর বিল্ডিং ভেঙ্গে থাকার ঘর ও দোকান নির্মাণ করে দখল করেছি এবং তারা আমাদের কাগজ দিয়েছে। কিন্তু কোন কাগজ দেখাতে পারেনি এবং আরো বলেন আমান উল্লাহ সহ যারা এ অভিযোগ করেছে তাদের নামে চাঁদাবাজি মামলা করার হুমকি প্রদর্শন করে। পাউবোর পাইকগাছা উপ-বিভাগীয় প্রকৌশলীর উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার জানান,পাউবো অবৈধ দখল করার কথা বলেনি,যারা অবৈধ দখল করেছে তাদের উচ্ছেদ করা হবে। গদাইপু্র ইউপি সদস্য আঃ আজিজসহ এলাকাবাসী অবৈধ দখল উচ্ছেদ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here