প্রেস বিজ্ঞপ্তি : যশোরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ভার্চুয়াল রিয়েলিটি মেটাভার্স’র উপর কর্মশালা। শুক্রবার যশোর আইডিয়া সেমিনার রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর মাইকেল মধুসূদন কলেজ সমাজবিজ্ঞান বিভাগ এর সহকারী অধ্যাপক এবং আইডিয়া’র প্রধান উপদেষ্টা হামিদুল হক শাহীন, যশোর প্রেসক্লাব এর যুগ্ম সম্পাদক মিলন রহমান প্রমুখ। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসি চৌধুরী (সিইও এবং লিড এনিমেটর, টুনিস্ট এনিমেটর স্টুডিও) এবং অর্পণ খান
অনুষ্ঠানের শুরুতেই আইডিয়ার প্রধান উপদেষ্টা হামিদুল হক, অনুষ্ঠানের মূল বক্তা ওয়াসি চৌধুরী এবং অর্পণ খান কে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর হামিদুল হক জানান, “আমাদের চোখ নানান দিকে আটকে থাকলেও ভার্চুয়াল পৃথিবী এগিয়েছে বহুদূর। ফেসবুকের নবযাত্রা “মেটাভার্স” তেমনই এক “পরাবাস্তবতা”। এ সম্পর্কে বিস্তারিত আমাদের শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্যই এই আয়োজন।” প্রেসক্লাব যশোর এর সাধারণ সম্পাদক মিলন রহমান জানান, “প্রথম বাটন ফোন আসার পর আমরা যেমন অবাক হয়েছিলাম, মেটাভার্স দুনিয়াও আসলে তাই হতে চলেছে। আর এমন একটি বিষয় নিয়ে আজকের বিনামূল্যে শিক্ষার্থীদের জন্যে করা এই আয়োজন সত্যিই প্রশংসার দাবীদার।” কর্মশালায় মেটাভার্স নিয়ে বিশদ আলোচনা ও প্র ্যাক্টিকাল জ্ঞান দেওয়ার জন্য আগত ওয়াসি চৌধুরী বলেন, “আমাদের প্রযুক্তি সবসময় আপডেট হচ্ছে। আজ থেকে পাঁচ বছর পর এই ফেইসবুক-ও তার রূপ বদলাবে। একসময় যেমন টাইপরাইটার ছিলো, যা এখন অপ্রয়োজনীয়; কিংবা ডিজিটাল ক্যামেরার-ও অত্যাধুনিক প্রযুক্তি আবিষ্কার হয়েছে। তাই আজকের গতানুগতিক ফেইসবুক ব্যবহার-ও রূপ বদলাবে। সেই দিনের-ই সূচনা এই মেটাভার্স এর চিন্তাধারা।” কর্মশালার শেষাংশে থ্রিডি প্রযুক্তি ব্যাবহার করে ভার্চুয়াল রিয়েলিটির প্র ্যাক্টিকাল ধারণা শিক্ষার্থীদের দেওয়া হয়। ধ্রুব মোস্তফা নামে এক শিক্ষার্থী জানায়, “এমন কর্মশালা যশোরে এই প্রথম পেলাম, তাও বিনামূল্যে। সত্যিই শেখার আগ্রহ আরো বেড়ে গেলো। অনেক ধন্যবাদ জানাচ্ছি এর সাথে যুক্ত সকলকে।”















