যশোরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে শোকাতুর মানুষের ঢল

0
228

এ্যান্টনি দাস অপু : যথাযোগ্য মর্যদায় যশোরে পালিত হয়েছে ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে দেশের সর্ব বৃহৎ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে যশোরের সর্বস্তরের মানুষ।সোমবার সকাল ৮টায় শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাস খান ও জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ। এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সমাজিক- রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
এছাড়া, পুষ্পস্তবক অর্পণ করেন জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, ইজিবাইক শ্রমিকলীগ, মৎস্যজীবী লীগ, জেলা কৃষকলীগ, যুব শ্রমিক লীগ, জেলা যুব মহিলা লীগ, সংবাদপত্র পরিষদ, প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বিবেক সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা, সিভিল সার্জনের কার্যালয়, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), বিএমএ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, যশোর ডাক বিভাগ, শিক্ষাবোর্ড, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, পল্লী উন্নয়ন বোর্ড, রেলওয়ে প্রকৌশল বিভাগ, সদর উপজেলা কৃষি অফিস, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সামাজিক বনাঞ্চল ও বন বিভাগ, গণপূর্ত সার্কেল ও বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, বিসিক, পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, ওজোপাডিকো, সরকারি গণগ্রন্থাগার, জেলা পরিসংখ্যান অফিস, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিটিসিএল, কেন্দ্রীয় কারাগার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অফিস, শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা ক্রীড়া সংস্থা, আইডিইবি, প্রসিকিউশন ইউনিট, যশোর ইনস্টিটিউট, বাঁচতে শেখা, জয়তী সোসাইটি, আইইবি যশোর কেন্দ্র, এফপিএবি, এডাব, এনজিও ফাউন্ডেশন, আরডিআরএস, যশোর মেডিকেল কলেজ, হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, সরকারি এমএম কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি সিটি কলেজ, উপশহর কলেজ, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর কলেজ, শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল ও কলেজ, আঞ্জুমানারা একাডেমি, কালেক্টরেট স্কুল, আদর্শ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ, পিটিআই, মুসলিম একাডেমি, মডেল পলিটেকনিক ইনস্টিটিউট, সম্মিলনী ইনস্টিটিউশন, টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট কলেজ, নিউটাউন বালিকা উচ্চ বিদ্যালয়, জিলা স্কুল, সেক্রেড হার্ট স্কুল, যশোর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ডাক্তার আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, সেবাসংঘ উচ্চ বালিকা বিদ্যালয়, গার্লস গাইড এসোসিয়েশন, আব্দুল গফুর একাডেমি, এসএম সুলতান ফাইন আর্ট কলেজ, মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ ৭১, সহযোগী মুক্তিযোদ্ধা সংসদ খুলনা বিভাগীয় কমিটি, সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস, রূপালী ব্যাংক, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম যশোর জেলা শাখা, বন্ধুমহল সমিতি, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ, খ্রিস্টান অ্যাসোসিয়েশন, সনাতন ধর্ম সংঘসহ সামাজিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here