মহম্মদপুরে বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

0
336

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরের বাবুখালী ইউনিয়নর চালিমিয়া গ্রামের বিশ্বাসপাড়ায় মঙ্গলবার (১৬ আগষ্ট) দুপুরে বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে জাকিরন বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে তার স্বামী ইসরাইল মোল্যা বিদ্যুতস্পৃষ্ঠে আহত হন। স্থানীয়রা জানান, জাকিরন বেগম ঘটনার দিন দুপুরে পাট শুকিয়ে ঘরে রাখতে গিয়ে অসাবধানতা বশত: পায়ে বিদ্যুতের তার পেচিয়ে যায়। এ সময়
বিদ্যুতস্পৃষ্ঠ হন তিনি। তার চিৎকার শুনে স্বামী ইসরাইল মোল্যা স্ত্রীকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতস্পৃষ্ঠ হন। পরে পাঁশের বাড়ির লোক এসে দ্রুত মেইন সুইস বন্ধ করে দিলে তারা দু’জনেই ছিটকে পড়েন। ঘটনাস্থলে জাকিরন বেগম মারা যান। স্থানীয় পল্লী চিকিৎসক নাঈম হাসান বাবলু জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জাকিরন বেগমকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত ইসরাইলকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here