ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাজার এলাকায় ডাম্পার ট্রাকের চাপায় এক ভিক্ষুক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে ডুমুরিয়া বাজারের চৌরঙ্গী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভিক্ষুক জাহান আলী(৭০) উকড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, হারুন গাজীর ওয়ার্কসপে একটি ইট ভাটার ডাম্পার ট্রাক চাকায় হাওয়া দেয়ার জন্য দাঁড় করা ছিলো। এসময়ে ট্রাকের পেছনে ভিক্ষুক জাহান আলী ছিলো। হাওয়া দেয়া শেষে মুহুর্তে ট্রাকটি পেছনে মোড় নিলে ভিক্ষুক চাপা পড়ে। এ সময়ে দ্রুত ট্রাকটি ঘুরিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ভিক্ষুককে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।















