শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যশোরের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

0
252

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যশোরের উদ্যোগে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনাঅনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বেজপাড়া পূজাসমিতি মন্দিরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্বকরেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারি পরিচালক চৈতীমহলদার। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগেরউপপরিচালক হুসাইন শওকত। বিশেষ অতিথির বক্তৃতা করেনপ্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার। অতিথি হিসেবেআরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষা বিদ তরাপদ দাস, জেলাপূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকার দাস রতন,ইসমিক ফাউন্ডেশনের উপপরিচালক বিল্লাল বিন কাশেম,তথ্য অফিসার এলিন সাঈদ উর রহমান, বেজপাড়া পূজাসমিতি মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি সনৎ সাহা। অনুষ্ঠানপরিচালনা করেন ফিল্ড অফিসার মানবেন্দ্র মন্ডল। আলোচনাশেষে প্রদীপ প্রজ্জ্বালন ও বিশেষ প্রার্থনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here