অভয়নগরে দুজন শিক্ষার্থীকে ভর্তির অর্থ সহায়তা প্রদান

0
233

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে দুইজন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওযায় তাদেরকে ভর্তির জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (২৮ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন এর কার্যলয়ে সহায়তা প্রদান করা হয়। উপজেলার পায়রা ইউনাইটেড কলেজ থেকে রিজাউল ইসলাম ও তাসলিন সুলতানা এইচ এস সি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরিক্ষা দেয়। সেই পরিক্ষায় তারা উত্তির্ণ হন। তাদের পরিবারে কাছে কোন অর্থ না থাকায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন আক্তারুজ্জামান তারুর নিকট দ্বারাস্থ হন। এসময় তিনি ওই শিক্ষার্থীদের জন্য ৩০ হাজার টাকা ব্যবস্থা করেন এবং তাদেরকে তার কার্যলয়ে আসতে বলেন। পরে তাদেরকে এই অর্থ সহায়তা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, আওয়ামী লীগ নেতা হবিবুর রহমান হবি, নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহিন আহমেদ, নিবার্হী সদস্য রবিউল বিশ্বাস, সাংবাদিক কামাল হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here