ডুমুরিয়ার আপার ভদ্রা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করায় ১কিলোমিটার গ্রাম রক্ষা বাঁধ ভেঙ্গে নদী গর্ভে বিলিন হয়ে গেছে।

0
319

গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া : ডুমুরিয়ার চুকনগরের পাশ দিয়ে প্রবাহিত প্রবাহমান আপার ভদ্রা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠছে। এতে যশোর জেলার কেশবপুর এলাকার একটি মহল জড়িত রয়েছে। কিন্তু দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন করলেও স্থানীয় প্রশাসন কোন পদক্ষেপ গ্রহন না করার ফলে ওই এলকায় গ্রাম রক্ষা বাঁধে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। ইতিমধ্যে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের রোস্তমপুর এলাকায় প্রায় ১কিলোমিটার গ্রাম রক্ষা বাঁধ ভেঙ্গে নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এতে গ্রাম রক্ষা বাঁধের ওই রাস্তাটির ৮০ শতাংশ জায়গা ভেঙ্গে গিয়ে নদী গর্ভে বিলিন হয়ে গেছে। যে কোন মুহূর্তে নদীর জোয়ারের পানি ভিতরে প্রবেশ করে গ্রামের বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হওয়ার শংঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে এমন অবস্থার সৃষ্টি হলেও বিষয়টি নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই? ফলে সাধারণ মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করছে চরম ঝুকিপূর্ণভাবে। এলাকার বাসিন্দা প্রভাষক শেখ মনিরুল হক, ব্যবসায়ী সরদার রফিকুল ইসলাম, প্রভাষক শেখ আহসান কবির, শিক্ষক আফছার আলি বিশ্বাস, কৃষক ইকবাল হোসেন, আব্দুস সামাদ মোড়ল, শেখ শহিদুল ইসলাম, ব্যবসায়ী জয়দেব মন্ডলসহ স্থানীয় ভুক্তভোগী এলাকার সাধারণ মানুষ ভাঙ্গন কবলিত ঝুঁকিপূর্ণ বাঁধ পূন:নির্মানের জন্য সংশ্লিষ্ট উদ্ধোর্তন কতৃর্পক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আসিফ রহমান বলেন, এত দিনে কেউ বিষয়টি তাকে অবগত করেনি। এখন বাঁধ ভাঙ্গনের বিষয়টি জানতে পারলাম। অতিদ্রুত ভাঙ্গন কবলিত এলাকায় বাঁধ নির্মাণের ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া অবৈধভাবে বালু উত্তোলন কারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here