মণিরামপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গরু পালন করে সাফল্য অর্জন করেছে

0
224

আজিবর রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের করেরাইল গ্রামের জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী হারুন-অর-রশিদ গরু পালন করে স্বাবলম্বী হয়েছে। সে যশোরের এম এম কলেজ থেকে হিসাববিজ্ঞানে অনার্স শেষ করে বর্তমান মাস্টার্সে অধ্যয়নরত। ২০২০ সালে তিনি নিজ উদ্যোগে এক লাখ টাকা ব্যয় সাপেক্ষে ২শতাংশ জমির উপর খামার তৈরি করে দুইটি ফ্রিজিয়ান ক্রস জাতের গরু দিয়ে খামার শুরু করে। বর্তমানে তার খামারে ফ্রিজিয়ান ক্রস জাতের ৫টি গাভী ও ৩টি বাছুর রয়েছে। খামার থেকে সকল খরচ বাদ দিয়ে সে প্রতিমাসে গড় ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা লাভ করে। তিনি নিজেই খামার পরিচালনা করে। সে জানায়, আমি গবাদি পশুর খামার করে আর্থিকভাবে লাভবান হয়েছি। বর্তমানে ছোট-বড় মিলিয়ে খামারে ৮টি গরু আছে। তাদের দেখাশোনা নিজে করি। ৪টি গাভীর থেকে বর্তমানে প্রতিদিন ৩০-৩৫ লিটার দুধ হয় এবং তা ভালো দামে বিক্রি করতে পারি। নিজের ২বিঘা জমিতে নেপিয়ার ঘাস চাষ করেছি। এতে গবাদি পশু মোটা-তাজা, গাভীর দুধ বৃদ্ধি ও পশুর খাদ্যের চাহিদা পূরণ হচ্ছে। এ খামার করার পর বেকারত্ব দূরীকরণের পাশাপাশি পরিবারে স্বচ্ছলতা ফিরে এসেছে। সে আরো জানায়, বর্তমানে বাজারে গরুর খাবার ও ওষুধের দাম অনেক বেশি। যদি সরকারিভাবে সুযোগ-সুবিধা পায় তাহলে গরুর খামারটি বড় পরিসরে করতে পারবো। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। আমার এই আশানুরূপ সাফল্য দেখে ব্যক্তি উদ্যোগে অনেক বেকার যুবক গরু পালনে আগ্রহী হয়েছে। আমি বিশ্বাস করি, এ দেশের শিক্ষিত বেকার যুবকরা সততার সঙ্গে শ্রম দিয়ে গরু পালন করলে তার জীবনে সাফল্য আসবে বলে আশা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here