বিড়ির গায়ে নকল শুল্ক সিল, প্রস্তুতকারকের জরিমানা

0
203

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুরে ‘রুপাল বিড়ি’ উৎপাদনের কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩১ আগস্ট-২০২২) দুপুরের পর সহকারী কমিশনার (ভূমি) আলী হোসেন উপজেলার কোমলপুর বাজারে অভিযান চালিয়ে বিড়ির মোড়কের গায়ে নকল শুল্ক স্টিকার দেখতে পান। এ অভিযোগে প্রস্তুতকরক আব্দুল আলিমকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। আব্দুল আলিম উপজেলার ঘিবা গ্রামের কোবায়েত আলীর ছেলে। তিনি কোমলপুর বাজারে ঘর ভাড়া নিয়ে বিড়ি তৈরির কাজ করছেন। এসিল্যাণ্ড আলী হোসেন বলেন- রুপালী বিড়ির সরকারি অনুমোদন আছে। আমাদের কাছে অভিযোগ ছিলো তারা সরকারি শুল্কের স্টিকার নকল করে বিড়ির মোড়কের গায়ে লাগিয়েছেন। এতে করে সরকার রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি মিথ্যা বিজ্ঞাপন দিয়ে তিনি ভোক্তাকে প্রতারিত করছেন। এ অভিযোগে ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় মালিকপক্ষ আব্দুল আলিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসিল্যাণ্ড আলী হোসেন বলেন- রুপালী বিড়ির মালিক পক্ষকে ত্রুটি সংশোধনের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা সংশোধন না হলে পুনরায় অভিযান চালানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here