মনিরামপুরে মাইক্রোবাস চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

0
215

যশোর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে নিজ বসতবাড়ি হতে ইয়াসিন বিশ্বাস (৩৫) নামে এক মাইক্রোবাস চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০২ আগস্ট) সকাল ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইয়াসিন উপজেলার খেদাপাড়া ইউনিয়নের গালদা গ্রামের মৃত মতলেব বিশ্বাসের ছেলে। পারিবারিক দ্বন্দ্ব অথবা পুর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নিহতের স্ত্রী জোৎসনা খাতুন (২৮) জানান, তিনি গতকাল বৃহস্পতিবার সকালে তার মুমূর্ষু নানাকে দেখতে পাশের গ্রামে যান। ভোর রাতে তার নানা মৃত্যুবরন করলে তার স্বামী ইয়াসিনকে খবর দেওয়ার জন্য একাধিকবার মোবাইলে কল দিলে কোন উত্তর না পেয়ে সকালে জোৎসনা বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে গেটের সামনের তালা খুলে ভিতরে প্রবেশ করে ঘরের ভেতরে না পেয়ে ঘরের অন্য পাশে টিউবওয়েলের পাশে রক্তাক্ত ও জখম অবস্থায় তার স্বামী ইয়াসিনের লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা জড়ো হন। প্রতিবেশীরা থানায় খবর দিলে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে।
প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, নিহত ইয়াসিন ও জোৎসনার একটি পুত্র সন্তান রয়েছে। পরর্বতীতে ইয়াসিন তার আপন ছোট শ্যালিকার সাথে প্রেমে জড়িয়ে বড় স্ত্রী অর্থাৎ জোৎসনাকে ছেড়ে দিয়ে ছোট শ্যালিকাকে বিবাহ করেন। কিছুদিন পর ইয়াসিন দ্বিতীয় স্ত্রী অর্থাৎ শ্যালিকাকে তালাক দিয়ে পুনরায় বড় স্ত্রী জোৎসনাকে বিবাহ করেছিলেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই আলম সিদ্দীকি জানান, নিহত ইয়াসিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here