যশোর সীসান্তে বিজিবির হাতে থেকে ইউএস ডলার, সৌদি রিয়ালসহ যুবক আটক

0
212

যশোর অফিস : বেনাপোল আইসিপি থেকে ইউএস ডলার, সৌদি রিয়াল, কানাডিয়ান ডলার, ইন্ডিয়ান রুপি, বাংলাদেশী টাকা ও বিদেশী মদ সহ এক যুবককে আটক করেছে বিজিবির একটি টিম। শনিবার সকালে বেনাপোলের আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ভারত ফেরত ওই যুবককে আটক করা হয়। আটক আশিক মিয়া শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার মাষ্টারকান্দি গ্রামের নুরুল হক মোল্লার ছেলে।
বিজিবি জানায়, নিয়মিত তল্লাশির সময় ওই যুবককে তাদের সন্দেহ হয়। পরে তার ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিকালে ব্যাগের ভিতরে ভারতীয় বিস্কুট ও সনপাপড়ীর প্যাকেটে ইউএস ডলার পাওয়া যায়। পরবর্তীতে তার লাগেজ ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অপস্ অফিসারের উপস্থিতিতে অধিকতর তল্লাশী করা হয়। এরপর অভিনব কায়দায় ভারত থেকে আনা ওই বিস্কুট ও সোনপাপড়ির প্যাকেটে স্তরে স্থরে সাজানো অবস্থায় ২২ হাজার ৩০০ ইউএস ডলার , ৫৭ হাজার সৌদি রিয়াল , ১০ হাজার কানাডিয়ান ডলার, ৭২০ ভারতীয় রুপি , বাংলাদেশী ৭ হাজার চারশো ৩০টাকা পাওয়া যায়। এছাড়াও তার কাছ থেকে আট বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধার কৃত মালামালের দাম ৫১ লাখ ১৮ হাজার ১৬ টাকা বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় মামলার পর আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here