অভয়নগরে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

0
206

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে দূর্যোগপূর্ণ আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেয়া না দেয়ার দোদুল্যমানতার মাঝে গতকাল সোমবার বিকেলে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। থানা বিএনপির আহবায়ক ফারাজী মতিয়ার রহমানের সভাপতিত্বে থানা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশ প্রশাসনের বেঁধে দেয়া নির্দিষ্ট সময়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, যশোর নগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম ও জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপি’র সদস্য সচিব কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপি’র আহবায়ক আবু নঈম, যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান মশি, সদস্য সচিব রেজাউল করিম মোল্যা, থানা বিএনপি নেতা শাহাজাহান মুন্সি, এফ এম গিয়াস উদ্দিন, নওয়াব আলী সরদার, মাসুদ রানা, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, শাহ জোবায়ের হোসেন, সেলিম রেজা, মাহামুদুল হক লিপু, আসাদুজ্জামান জনি, মুজিবর রহমান, থানা বিএনপি নেতা শেখ আসাদুল্লাহ আসাদ, অভয়নগর উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা, সদস্য সচিব হারুনার রশিদ, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব মোঃ সোহাগ হোসেন, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, থানা ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস – মোল্যা হাবিবুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা আলম, ছাত্রদল নেতা মাসুদ রানা তুহিন, নাইম উদ্দিন বিজয়, আসাদুজ্জামান ইমন, তাওহীদ আল ওসামা, আরশাদুল ইসলাম, মাহাফুজুর রহমান ইউসুফ, নয়ন হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here