প্রশাসনের উদ‍্যোগে শহীদ স্মরণী ঝাঁপা বহুমুখী মাধ‍্যমিক বিদ‍্যালয় মাঠে ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

0
213

আনিছুর রহমান : প্রশাসনের উদ‍্যোগে শহীদ স্মরণী ঝাঁপা বহুমুখী মাধ‍্যমিক বিদ‍্যালয় মাঠে ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পাশ্ববর্তী সকল স্কুলের ছাত্র/ ছাত্রী শিক্ষক ও কমিটির সদস‍্যগন ও এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ ও সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।
বুধবার সন্ধার পর মণিরামপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামনুর মোল্লা সোহান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব‍্য রাখেন সার্কেল অফিসার ( মণিরামপুর কেশবপুর) আশেক সুজা মামুন। প্রধান অতিথি তার বক্তব‍্যে বলেন, আপনারা সহয়তা করলে এলাকায় কোন মাদককারবারী, সেবনকারী, চাঁদাবাজ, ছিনতাইকারী ঠাই দেওয়া হবেনা। আমরা যে কোন মূল‍্যে এ গুলো বন্ধ করবো। তিনি ছাত্র/ছাত্রীদের উদ‍্যেশ‍্য করেন বলেন, তোমরা কোন প্রকার মাদকে জড়িয়ে পড়বে না। মাদককে সব সময় না বলবে। বাল‍্য বিয়ের দুরে থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব‍্য রাখেন ঝাঁপা ইউপির চেয়ারম‍্যান সামছুল হক মন্টু, ঝাঁপা শহীদ স্বরণী মাধ‍্যমিক বিদ‍্যালয়ের সভাপতি প্রভাষক মিজানুর রহমান। আরো উপস্থিত থেকে বক্তব‍্য প্রদান করেন ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অবসর প্রাপ্ত শিক্ষক আকবর আলী, ঝাঁপা উত্তরপাড়া মাধ‍্যমিক বিদ‍্যালয়ের সভাপতি আশিকুর রহমান, ঝাঁপা বালিকা বিদ‍্যালয়ের সভাপতি গোকুল রায়, বাজার কমিটির সভাপতি সামছুজ্জামান খোকা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাষ্টার কামাল হোসেন, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, আকবার আলী, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, কবির আহম্মেদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here