জসিম উদ্দিন, শর্শা : “বুড়ো গাছ মরণ ফাঁদ” ও “গাছ হটাও জীবন বাঁচাও ” এই স্লোগানে যশোর-বেনাপোল মহাসড়কের দুই ধারে মৃত ও ঝুঁকিপূর্ণ সকল গাছ অপসারণের দাবীতে যশোরের শার্শায় মানববন্ধন করেছে নাভারণ বাজার ব্যবসায়ী সমিতি। শনিবার বেলা ১১ টার সময় নাভারণ বাজার কলেজ গেট সংলগ্ন হাইওয়ে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ব্যবসায়ীরা দলমত নির্বিশেষে মানববন্ধনে অংশ গ্রহণ করে গণ স্বাক্ষরের মাধ্যমে সরকার প্রধানের কাছে আবেদন করেন।
মানববন্ধনে এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন সহ নাভারণ বাজারের সকল ব্যবসায়ী বৃন্দ। উপস্থিত ব্যবসায়ী ও বক্তারা বলেন যশোর-বেনাপোল মহাসড়কের দুই ধারে শতবর্ষী বড়ো গাছ গাছ গুলো শুকিয়ে জরাজীর্ণ অবস্থায় মৃত্যুদূত হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিনিয়ত বড় বড় শুকনা ডাল গুলো ভেঙে পড়ে পথচারীরা আহত সহ মৃত্যুর মুখে পড়ছে। অতিদ্রুত এই গাছ গুলো অপসারণ করে মানুষের জীবন রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন ব্যবসায়ী নেতারা। আজকের কর্মসূচী দ্রুত সময়ে বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন বক্তারা।
Home
যশোর স্পেশাল যশোর-বেনাপোল মহাসড়কের দুই ধারে মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবীতে শার্শায় মানববন্ধন...















