ঝাঁপায় আ.লীগের কর্মী সমাবেশে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

0
202

ডাঃ সিরাজুল ইসলাম, ঝাঁপা প্রতিনিধি : মণিরামপুর উপজেলার ঝাঁপায় আওয়ামীলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর-২০২২) বিকালে ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ঝাঁপা বাজার স্কুল মাঠে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আকবার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান। এছাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের, যুবলীগের, ছাত্রলীগের ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here