টানা বৃষ্টিতে পানি চত্বরে রূপ নেয় ইবির ঝাল চত্বর

0
359

মাসুম শাহরিয়ার, ইবি : আড্ডার প্রাণকেন্দ্র ও শিক্ষার্থীদের বিশ্রামের জন্য পরিচিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বর।
প্রতিনিয়ত ক্লাসের ফাঁকে হালকা নাস্তা, ক্লাস শেষে বাসের অপেক্ষায় বিশ্রাম ও আড্ডায় শিক্ষার্থীদের প্রাণকেন্দ্র হয়ে উঠে এই চত্বর।
চত্বরটি শিক্ষার্থীদের জন্য একটি প্রাণ কেন্দ্র ও স্মৃতি বিচারিত জায়গা হলেও জায়গাটি নিচু প্রকৃতির এবং নেই কোন পানি নিষ্কাশনের ব্যবস্থা।
জায়গাটি নিচু প্রকৃতির ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে টানা ও ভারি বৃষ্টি হলে দীর্ঘ সময় পানি জমে থাকে। অল্প বৃষ্টিতেও সৃষ্টি হয় কমবেশি জলাবদ্ধতা।ফলে বেড়ে যায় শিক্ষার্থীদের ভোগান্তি।
সরজমিনে গিয়ে দেখা যায়, ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) টানা বৃষ্টির ফলে ঝাল চত্বরে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। যা শুকাতে ২ থেকে ৩ দিন সময় লাগবে বলে জানান শিক্ষার্থীরা।
এই বিষয়ে শিক্ষার্থীরা জানান, বৃষ্টি হলে জায়গাটিতে পানি জমে। ফলে বেশ ভোগান্তিতে পড়তে হয় ।
ভোগান্তি এড়াতে জায়গাটি যেহেতু নিচু এবং পানি নিষ্কাশন ব্যবস্থা নেই। সেহেতু কর্তৃপক্ষ যদি মাঠি দিয়ে একটু উচু করে দেয় তাহলে সহজে পানি নিষ্কাশন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here