সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদের মানববন্ধন

0
219

প্রেস বিজ্ঞপ্তি : ১৫/০৯/২০২২ তারিখে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার আয়োজনে আমাদের সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ়, জোরদার করার লক্ষ্যে বিকাল ৩.৩০টায় কেন্দ্র হতে তৃণমূল পর্যন্ত সারাদেশে একযোগে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” শ্লোগানকে সামনে রেখে যশোর জেলা শাখা চিত্রার মোড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সহ-সভাপতি এ্যাড: আফরোজা বেগম।
সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, দৈনিক কল্যান পত্রিকার সম্পাদক একরাম-উদ-দৌল্লা, ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর জেলার সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশিদ, পূজা উদযাপন পরিষদ যশোর জেলার সভাপতি দীপঙ্কর দাস রতন, শিল্পকলা একাডেমির যশোর জেলার সাধারন সম্পাদক এ্যাড: মাহমুদুল হাসান বুলু, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের সহ-সভাপতি এ্যাড: আমিনুর রহমান হিরু, ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর জেলার সাধারন সম্পাদক সাজেদ রহমান, আই.ডি.ই.বি এর সাধারন সম্পাদক মো: নুরুল ইসলাম, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক এইচ.আর.তুহিন, প্রথম আলো পত্রিকার যশোর জেলার নিজস্ব প্রতিনিধি মনিরুল ইসলাম, থিয়েটার ক্যানভাস এর প্রধান সম্পাদক কামরুল হাসান রিপন, বাংলার মেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি রোহিত রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ যশোর জেলার সভাপতি উজ্জল হালদার, প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফারদীনা রহমান এ্যানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here