বেনাপোলে প্রতিপক্ষের হামলায় আহত বি এন পি নেতার মৃত্যু

0
210

যশোর প্রতিনিধি : যশোরের পোর্ট থানা বেনাপোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাহী সদস্য আব্দুল আলী মারা গেছেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করার পর আজ বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়। আব্দুল আলী বেনাপোলের গাজীপুর গ্রামের ফারাজ আলী মোড়লের পুত্র।
গত ৪ ই আগস্ট ভোলায় নিহত বিএনপি কর্মী নূরে আলমের রুহের মাগফেরাত কামনায় বেনাপোল বাজারে মিলন চেয়ারম্যানের মার্কেটের উপরে বেনাপোল পৌর বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। সভা চলাকালে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আব্দুল আলী গুরুতর আহত হলে তাকে ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার উন্নতি হলে তাকে বাড়ির নিকটবর্তী পঙ্গু সেবা ক্লিনিক বেনাপোলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর হঠাৎ পেটে ব্যথা জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে আজ বৃহষ্পতিবার সকাল ৬ টার দিকে পুনরায় ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ টার দিকে তিনি মৃত্যুবরণ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here