স্টাফ রিপোর্টার : গতকাল আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এসএসসি পরীা। এবারের পরীায় যশোর শিা বোর্ডে পরীার্থী ১ লাখ ৭০ হাজার ৩৭৭ জন। যা গত বছরের তুলনায় ২৩ হাজার ২৭ জন কম। বোর্ড কর্তৃপ এতথ্য নিশ্চিত করেছে। এবার বৈশ্বিক মহামারির কারণে পরীার বিষয়, নম্বর ও সময় কমিয়ে আনা হয়েছে এবং পুনর্বিন্যাসকৃত সংপ্তি সিলেবাসে এই পরীা অনুষ্ঠিত হচ্ছে।
শিা বোর্ড সূত্র জানায়, ২০২০-২০২১ শিাবর্ষে যশোর শিা বোর্ডে রেজিস্ট্রেশন করে ১ লাখ ৯৩ হাজার ৪০৪ জন শিার্থী। তাদের মধ্য থেকে ফরমপূরণ করে ১ লাখ ৭০ হাজার ৩৭৭ জন।
যশোর বোর্ডের পরীা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, পরীার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৮ হাজার ৪২৪ জন, মানবিক বিভাগে ১ লাখ ৯ হাজার ৫০৭ জন ও বাণিজ্য বিভাগে ২২ হাজার ৪৬ জন শিক্ষার্থী রয়েছে ।
তিনি আরো জানান, খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫৪০ টি স্কুলের শিার্থীরা ২৯৩ টি কেন্দ্রে পরীার অংশ নিচ্ছে।
এর মধ্যে খুলনার ৫৮৯ কেন্দ্রে অংশ নেবে ২৬ হাজার ৮ জন পরীার্থী। এর মধ্যে ছাত্র ১৩ হাজার ৩৮ জন, ছাত্রী ২১ হাজার ৯৭০ জন। বাগেরহাটের ২৭টি কেন্দ্রে অংশ নেবে ১৪ হাজার ২৮৭ জন পরীার্থী। এর মধ্যে ছাত্র ৬ হাজার ৭৬৩ জন, ছাত্রী ৭ হাজার ৫২৪ জন। সাতীরার ২৭টি কেন্দ্রে অংশ নেবে ১৯ হাজার ৭০ জন পরীার্থী। এরমধ্যে ছেলে ৯ হাজার ৯৫৭ জন,ছাত্রী ৯ হাজার ১১৩ জন। কুষ্টিয়ার ৩১টি কেন্দ্রে অংশ নেবে ২৪ হাজার ১৫৩ জন পরীার্থী। এর মধ্যে ছাত্র ১১ হাজার ৭৮৫ জন, ছাত্রী ১২ হাজার ৩৬৮ জন। চুয়াডাঙ্গার ১৮টি কেন্দ্রে অংশ নেবে ১১ হাজার ১২২ জন পরীার্থী। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৫৮৪ জন, ছাত্রী ৫ হাজার ৫৩৮ জন। মেহেরপুরের ১৩টি কেন্দ্রে অংশ নেবে ৭ হাজার ৭২৪ জন পরীার্থী। এরমধ্যে ছাত্র ৩ হাজার ৩৮৭ জন , ছাত্রী ৩ হাজার ৮৩৭ জন। যশোরের ৫২টি কেন্দ্রে অংশ নেবে ২৮ হাজার ৫২ জন পরীার্থী। এর মধ্যে ছাত্র ১৪ হাজার ২৯৬ জন, ছাত্রী ১৩ হাজার ৭৫৬ জন। নড়াইলের ১৪টি কেন্দ্রে অংশ নেবে ৮ হাজার ১৯৩ জন পরীার্থী। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৬২ জন, ছাত্রী ৪ হাজার ১৩১ জন। ঝিনাইদহের ৩৬টি কেন্দ্রে অংশ নেবে ১৯ হাজার ৯০৩ জন পরীার্থী। এর মধ্যে ছাত্র ১০ হাজার ১৯৬ জন, ছাত্রী ৯ হাজার ৭০৭ জন। মাগুরার ১৭টি কেন্দ্রে অংশ নেবে ১১ হাজার ৪৬৫ জন পরীার্থী। এর মধ্যে ছাত্র ৬ হাজার ৩১ জন, ছাত্রী ৫ হাজার ৮৩৪ জন।
পরীা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, পরীার দিন সকালে ট্রেজারি থেকে সিকিউরিটি খামের মাধ্যমে প্রশ্ন কেন্দ্রে পাঠানো হয়। এবার পরীার্থীরা ৪০ মার্কের লিখিত ও ১৫ মার্কের এমসিকিউ প্রশ্নের উত্তর দিবে। এছাড়া বোর্ডের প থেকে দুটি ভিজিলেন্স টিম ও জেলা ও উপজেলা প্রশাসনের প থেকে একাধিক ভিজিলেন্স টিম পরীা তদারকি করছে। ###















