পণ্য রপ্তানির মূলেই রয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা/ যশোর আঞ্চলিক উদ্যোক্তা বৈঠক

0
218

যশোর অফিস : বাংলাদেশ থেকে অনেক ধরণের পণ্য বিদেশে রপ্তানি হয়। এর মূলেই রয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা (এসএমই) । বিদেশে আরো যেসব পণ্যের চাহিদা রয়েছে সেসব পণ্য রপ্তানির জন্যে আরো উদ্যোক্তা সৃষ্টি করতে হবে।
যশোরে আইডিএলসি-প্রথম আলোর যৌথ উদ্যোগে যশোর আঞ্চলিক উদ্যোক্তা বৈঠকে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি শহিদুল ইসলাম এসব কথা বলেন।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় যশোর কালেক্টরেট স্কুল মিলনায়তনে এই বৈঠক হয়।
বৈঠকে বক্তারা বলেন, ‘একেকজন উদ্যোক্তাই এক টুকরো বাংলাদেশ। পরিশ্রম, সততা ও আদর্শ নিয়ে ব্যবসা করলে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সাফল্য আসবেই। উদ্যোক্তা হতে হলে ঝুঁকি নিতে হয়। ব্যবসা বুঝতে হয়। এতে লাভের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের ব্যক্তির কর্মসংস্থান হবে।’
শুরুতে প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। এরপর গতবারের আয়োজনের জার্নি শিরোনামে ভিডিও দেখানো হয়।
পরে যশোরের চারজন তরুণ উদ্যোক্তা বক্তব্য রাখেন। তারা হলেন, শিশুদের বিশেষ ধরণের বিদ্যাপীঠ মৌমাছি স্কুলের প্রতিষ্ঠাতা মাসুম বিল্লাহ, মশার কয়েলের কাচামাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান আনাজ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী খাদিজা ইসলাম, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোরের আইটি উদ্যোক্তা জহির ইকবাল ও নারী উদ্যোক্তা মুসলিমা খাতুন।
তরুণ উদ্যোক্তারা তাদের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প শোনান। সেই পথ মৃসন ছিলো না। তাদের পুজি ছিলো না। অভিঞ্জতা ছিলো না। প্রশিক্ষণ ছিলো না। তাদের বক্তব্যে সেই কথা উঠে আসে। অনেক চ্যালেঞ্জের মধ্যদিয়ে তাদের এই পর্যায়ে আসতে হয়েছে বলে তারা জানান।
বৈঠকে বক্তব্য রাখেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের যশোর শাখার ব্যবস্থাপক শেখ সাঈদ আহমদ।
নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে জানানোর জন্যে ‘হাউ টু রেজিস্ট্রেশন’ ভিডিও চিত্র দেখানো হয়।
এরপরে স্থানীয় ব্যবসায়ি প্রতিনিধি ও সূধিজন পর্ব হয়। এই পর্বে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি শহিদুল ইসলাম ছাড়াও বক্তব্য রাখেন যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, যশোর নারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তনুজা রহমান ও যশোর বিসিক শিল্পনগরীর রেসকো ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক তানভিরুল ইসলাম।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বন্ধুসভার সভাপতি লাকি রানী কাপুড়িয়া।
সঞ্চালনা করেন বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সৌমেন্দ্র গোস্বামী।
চলতি বছর দ্বিতীয়বারের মতো এ পুরস্কার দেওয়া হবে। আগ্রহী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইটের (www.smeaward.com) মাধ্যমে এ পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here