জসিম উদ্দিন, শার্শা : যশোরের শার্শায় হাফেজ ইসমাঈল হোসেন নামে এক মাদ্রাসার গরীব অসহায় ছাত্রকে বাইসাইকেল দিলেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান।
শুক্রবার দুপুরে হযরত শাহজালাল (রহঃ) শ্যামলাগাছি লতিফিয়া মডেল মাদ্রাসার দাতা সদস্যদের আর্থিক সহযোগিতায় এবং দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে হাফেজ ইসমাঈলকে এই বাইসাইকেল প্রদান করা হয়। ইসমাঈল হোসেন উপজেলার শ্যামলাগাছি গ্রামের এশার মোল্লার ছেলে এবং শার্শা হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
বাইসাইকেল প্রদানকালে উপস্থিত ছিলেন, হযরত শাহজালাল (রহঃ) শ্যামলাগাছি লতিফিয়া মডেল মাদ্রাসার পরিচালক দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান,মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ ইজার আলী, সাংবাদিক জসিম উদ্দিন, এরশাদ আলী, রাকিব রাফসান, সোহেল রানা, আল ইমরানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
পরে প্রবাসীসহ সকল দাতা সদস্যদের সুস্থতা ও মঙ্গল কামনায় দোয়া করা হয়। একই সাথে উদ্ভাবক মিজানের মাদ্রাসায় সাংবাদিক এরশাদ আলীর পক্ষ থেকে একটি সিলিং ফ্যান প্রদান ও এক বিধবা অসহায় মায়ের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন উদ্ভাবক মিজানুর রহমান।















