যশোর অভয়নগরে বালতির পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু

0
224

যশোর অফিস : সোমবার বেলা ১১টার দিকে যশোর অভয়নগর উপজেলার কোটা গ্রামের শেখপাড়া এলাকায় বালতির পানিতে ডুবে লামিয়া নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত লামিয়া শেখপাড়া এলাকার রাজমিস্ত্রি মোস্তাফিজুর রহমানের একমাত্র মেয়ে।
জানা যায়, লামিয়াকে গোসল করানোর জন্য লামিয়ার মা পানিভর্তি একটি বালতি বারান্দায় রেখে ঘরের ভেতরে যান। এসময় লামিয়া হামাগুড়ি দিয়ে বারান্দায় রাখা বালতি ধরে দাড়াতে গেলে উপুড় হয়ে পড়ে ডুবে যায়। পরে লামিয়াকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভয়নগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here