জসিম উদ্দিন, শার্শা : শার্শার গোগা সীমান্ত থেকে ১৫ পিস সোনার বারসহ জালাল উদ্দিন (৩৫) নামে এক স্বর্ন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটক জালাল বেনাপোল পুটখালী গ্রামের আলী কদমের ছেলে।মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে গোগা বাজারের উত্তর পাশে একটি ইট ভাটার পাশ থেকে স্বর্নের বারসহ পাচারকারীকে আটক করা হয়। এ সময় পাচারকারীর ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। যার মধ্যে কৌশলে লুকানো ছিল স্বর্ণের বারগুলো।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান জানান, মোটরসাইকেলের মধ্যে কৌশলে লুকানো ১৫ পিস সোনারবার উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের ওজন ১ কেজি ৬৫২ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ ২৮ হাজার টাকা।















