বেনাপোলে পলাতক ১৫ আসামী গ্রেফতার

0
204

বেনাপোল থেকে এনামুলহকঃ যশোরের বেনাপোলে বিভিন্ন মামলার পলাতক ১৫ আসামীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত পৃথক অভিযানে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল নারায়নপুর গ্রামের মৃত শহীদ সর্দারের ছেলে মো. সেলিম সর্দার, বোয়ালিয়া গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. জসিম উদ্দিন, সাদিপুর গ্রামের আবু মোড়লের ছেলে মো. কালু মিয়া, ভবারবেড় গ্রামের মৃত নওয়াব আলি ফকিরের ছেলে মো. নজরুল ইসলাম ফকির, একই গ্রামের আব্দুল ওহাব কারিগরের মো. তৌহিদ কারিগর, মো. সালাম, রাফুল ধাবক, মো. জাকির হোসেন ওরফে ডাকারিয়া, মো. হৃদয় হোসেন, মো. আইয়ুব হোসেন, মো. দাউদ আলী, মো. আব্দুল্লাহ, কোরবান বিশ্বাস, শহিন ধাকব, মো. মুস্তাক আলী। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূঁইয়া বলেন, পলাতক আসামীরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে, এমন খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গেফতারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here