বেনাপোলে ১লাখ ৭০ হাজার মার্কিন ডলারসহ ২ পাসপোর্ট যাত্রী আটক

0
217

জসিম উদ্দিন, শার্শা : যশোরের বেনাপোল চেকপোস্টে ১লাখ ৭০ হাজার মার্কিন ডলারসহ দুই পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা।
আটককৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার কমলাঘাট থানার সাগর ও একই জেলার টঙ্গিবাড়ি থানার জসিম ঢালি।
শুক্রবার দুপুরে বেনাপোল চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখার সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান চৌধুরী জানান, ভারত থেকে বাংলাদেশে সুকৌশলে বিদেশি মুদ্রা আনা হবে। এমন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১২টার সময় বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে ব্যাগ তল্লাশি করে ১লাখ ৭০ হাজার মার্কিন ডলার সহ দুই পাসপোর্ট যাত্রীদের আটক করা হয়। উদ্ধার ডলারের মুল্য ১কোটি ৮০ লাখ টাকা। আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here