কালীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর দেখতে মানুষের ভীড়

0
192

স্টাফ রিপোর্টার কালীগঞ্জ (ঝিনাইদহ) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে গড়া শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর দুই দিনের জন্য ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনে অবস্থান করছে। শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ রেল জাদুঘরটি দেখতে ভীড় করছেন। বঙ্গবন্ধু সম্পর্কে অজানা তথ্য জানতে পেরে খুশি দর্শনার্থীরা।
ভ্রাম্যমান রেলটিতে রয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও সুদৃশ্য অপরূপ ডিজাইন। শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় রয়েছে ছোট্ট পরিসরে ফুলবাগান। রয়েছে পাঠাগারও। শিশু, কিশোর থেকে শুরু সব বয়সি মানুষ আগ্রহ নিয়ে দেখছেন রেলের কামরায় নির্মিত জাদুঘরটি। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য রয়েছে এখানে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাসে ১ আগস্ট থেকে যাত্রা শুরু হয়েছে এই জাদুঘরের। প্রবেশ মুখেই দর্শনার্থীরা পরিচিত হবেন বঙ্গবন্ধুর শৈশবের দিনগুলোর সাথে। বঙ্গবন্ধুর ছাত্রজীবন, বেড়ে ওঠা, মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমে গণমানুষের প্রাণের নেতা হয়ে ওঠা এবং ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে তার অবদান। রয়েছে অধিকার আদায়ের সংগ্রাম নির্যাতনের চিত্র, মামলা ও কারাভোগের দলিল। ১৯৭১ যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ জানা যাবে। কোচটিতে বড় এলইডিতে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, থিম সং এবং বঙ্গবন্ধুর ওপর রচিত গান প্রচার করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here