শালিখায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মীনা দিবস পালিত

0
187

শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ নিরাপদ ও আনন্দময় পরিবেশ মানসম্মত শিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় র‌্যালি,গল্প বলার আসর, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মীনা পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ গল্প বলা, নৃত্য পরিবেশ সহ নানা কর্মসূচিতে অংশগ্রহণ করে। পরে এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শ্যামল কুমার দে, শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকবর হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মিনা গল্পে একটি রূপক চরিত্রের মাধ্যমে মীনা যেভাবে নিজে লেখাপড়া করার পাশাপাশি পরিবার ও পরিবেশের উন্নয়ন সাধন করে সেইপথ অনুসরণ করে উপস্থিত শিশুদের নিজের কাজের পাশাপাশি দেশ ও দশের কল্যাণে কাজ করতে উৎসাহিত করেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here