রানা আহম্মেদ অভি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জিয়াউর রহমান হলে প্রশাসন ও শিক্ষার্থীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় হলের নানা উন্নয়ন কর্মকাণ্ড ও খাবার, আবাসনসহ নানা সমস্যা নিয়ে অভিমত প্রকাশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার (২৫ সেপ্টেম্বর) রাতে হলের টিভিরুম কক্ষে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ ও বর্ষের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষার্থীদের মাঝে বক্তব্য দেন আবাসিক শিক্ষার্থী আব্দুল আলিম, আদনান রাব্বি, কামাল হোসেন, হল ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক তানিম আহমেদ, শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক শাহাবউদ্দিন ওয়াসিম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য আব্দুল মান্নান মেজবাহ, হল ছাত্রলীগ নেতা এনামুল কবির রায়হান ও শাহিন আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. মনজুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাউজ টিউটর মো. শামীম হোসেন ও আব্দুল জলিল পাঠান। এ সময় প্রধান অতিথি প্রধান অতিথি ও হল প্রভোস্ট অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। এছাড়াও প্রশাসন আস্তে আস্তে সবকিছু বাস্তবায়ন করবে বলে জানান তিনি।















