নড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে গৃহহীন ব্যক্তিকে ঘর প্রদান

0
205

মো: বুলবুল মোল্যা লোহাগড়া নড়াইল প্রতিনিধি ॥ নড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগের পক্ষ থেকে গৃহহীন ব্যক্তিকে ঘর প্রদান করা হয়েছে। অসহায়, গৃহহীনদের মাঝে গৃহদান কর্মসূচির আওতায় মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা যুবলীগের আহবায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের সহযোগিতায় দু’রুম বিশিষ্ট আধাপাকা টিনশেডের ঘরের চাবি নড়াইল পৌরসভার মাছিমদিয়া এলাকার গৃহহীন সাবের মোল্যার ছেলে মো: দাউদ মোল্যার হাতে হস্তান্তর করা হয়। এ সময় জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো: ফরহাদ হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তোফান,সদর উপজেলা যুবলীগের আহবায়ক মীনা মরফিদুল হাসান শিল্পী,যুগ্ন আহবায়ক আবু সুফিয়ান বাহার,লোহাগড়া উপজেলা যুবলীগ নেতা মো: সদরুদ্দিন শামীম, মহসিনসহ অনেকে উপস্থিত ছলেন। নড়াইল জেলা যুবলীগের আহবায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিলের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে অসহায় ও গৃহহীদের মাঝে গৃহদান কর্মসূচির আওতায় প্রায় ৩লাখ টাকা ব্যয়ে মো: দাউদ মোল্যাকে ঘর প্রদান করা হয়েছে। ঘরের চাবি প্রদানের প্রাক্কালে জেলা যুবলীগের নেতা-কর্মীরা বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয়ভাবে ঘর প্রদানের ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগদান করেন।
গৃহহীন মো: দাউদ মোল্যা ঘরের চাবি পেয়ে বলেন,আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি।অসহায়, গৃহহীন মানুষের কল্যানে এগিয়ে আসায় যুবলীগের আরো অগ্রসর ও সম্মৃদ্ধি কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here