কয়রায় ব্যতিক্রম আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন করলেন ছাত্রলীগ

0
205

কয়রা (খুলনা) প্রতিনিধি, নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76 তম জন্মদিন উদযাপন করলেন কয়রা উপজেলা ছাত্রলীগ। দিনটিকে স্মরণীয় করে তুলতে বুধবার সকাল দশটায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে 76 টি গাছের চারা রোপণ করেন। এ সময় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দুপুরে অসহায় দুস্থদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।
বিকাল 5 টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর 76 তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মোহসীন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম,সাবেক ছাত্রলীগের আহবায়ক ইমদাদুল হক টিটু । উপস্থিত ছিলেন,ছাত্রলীগ কয়রা সদর ইউনিয়নের আহবায়ক বিল্লাল আহমেদ বিল্লু,মহারাজপুর ইউনিয়নের আহবায়ক ইসমাইল হোসেন সুমন,মহেশ্বরীপুর ইউনিয়ন আহ্বায়ক তাইফুর রহমান তুহিন, আমাদী ইউনিয়ন আহ্বায়ক শেখ সবুজ, উপজেলা ছাত্রলীগের শেখ জোবায়ের, নিয়াজ মোর্শেদ,রাকিব হোসেন, কপোতাক্ষ কলেজের দেলোয়ার,সজীব,বাপ্পি,হৃদয়,নিপা, রত্না,সুমাইয়া,ইভা প্রমুখ । আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ পঁচাত্তরে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here