যশোরে অস্ত্রসহ দুই যুবককে আটক

0
180

যশোরে : যশোরে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন, শহরের ঘোপ নওয়াপাড়া রোডের জিয়ার ছেলে অনিক ও বেজপাড়া নলডাঙ্গা রোডের হাসেম মিয়ার ছেলে সাগর। বুধবার রাত আটটা ৪৫ মিনিটে এসআই আরিফুল ইসলাম, এএসআই আমিরুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে একটি টিম যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের চাঁচড়া বাজারের সাড়াপুল রোড থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে আটকের পর তাদের কাছথেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছে অস্ত্র-গুলি নিজেদের দখলে রেখে আটককৃতরা ত্রাস সৃষ্টি করে নানা ধরনের অপরাধ কর্মকান্ডে লিপ্ত থাকেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here