ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩হাজার কেজি চিংড়ি বিনষ্ট

0
197

ভ্রাম্যমান প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা) : ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমান আদালত এক মাছ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩হাজার কেজি চিংড়ি মাছ বিনষ্ট করেছে। বুধবার রাত সাড়ে ৭ টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ আসিফ রহমান।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক জানায়, চিংড়িতে অপদ্রব্য পুশ করছে এমন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়ার কাজী ইসহাক আলীর কাজি শামসুর রহমান মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। এসময় চিংড়িতে অপদ্রব্য পুশ করার সত্যতা পাওয়া যায়। এ অপরাধে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩হাজার কেজি চিংড়ি বিনষ্ট করা হয়। যার আনুমানিক মূল্য ২৭ লক্ষ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here