শুল্ক ফাঁকিতে সহযোগিতা, বেনাপোলে সিঅ্যান্ডএফ লাইসেন্স বাতিল

0
314

বেনাপোল থেকে এনামুলহকঃ শুল্ক ফাঁকিতে সহযোগিতা করায় মেসার্স ফজলুর রহমান নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্সির লাইসেন্স সাময়িক বাতিল করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া স্বাক্ষরিত একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
অভিযুক্ত আমদানিকারক হচ্ছেন ঢাকার নাহি ট্রেড ইন্টারন্যাশনাল। এ বিষয়ে যুগ্ম কমিশনার আব্দুল রশিদ মিয়া জানান, আমদানিকারক মিথ্যা ঘোষণায় আমদানি করা পণ্যের সঙ্গে অনিয়ম করে ১৭২ পিস থ্রি-পিস ও ১০২ পিস লেহেঙ্গা নিয়ে আসে। পণ্যের চালানটি ছাড় করাতে সিঅ্যান্ডএফ এজেন্ট সহযোগিতা করেছিল। পণ্য ছাড় করাতে সিঅ্যন্ডএফ লাইসেন্স দেয়া হয়। যেখানে আমদানিকারক অনিময় করলে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর কাস্টমস কর্তৃপক্ষকে সহযোগিতা করার কথা, সেখানে সিঅ্যান্ডএফ ব্যবসায়ীই ‍শুল্ক ফাঁকি দিতে আমদানিকারককে সহযোগিতা করেছে। ফলে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ফজলুর রহমানের লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে। এদিকে, মিথ্যা ঘোষণা আর অনিয়ম করে পণ্য আমদানি বেড়ে যাওয়াসহ নানান কারণে গত বছরে বেনাপোল বন্দরে প্রায় ৫ লাখ মেট্রিক টন পণ্য কম আমদানি হয়েছে। এতে ৫৫৯ কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here