শালিখায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১

0
235

শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন একজন। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টায় যশোর-মাগুরা মহাসড়কের ছয়ঘরিয়া গ্রামের হাজাম বাড়ির মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের ছোট ছনপুর গ্রামের আশরাফ বিশ্বাসের ছেলে শাজিদ বিশ্বাস(২০) এবং একই ইউনিয়নের জাগলা গ্রামের তুষার শেখের ছেলে জিসান শেখ(১৬)। এ ঘটনায় আহত পংখী বিশ্বাস(১৭) মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন। পংখী বিশ্বাস মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের তিতারখাঁ পাড়া গ্রামের রহিম বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে মাগুরাগামী একটি মাইক্রোগাড়ি শালিখা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের হাজাম বাড়ির মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে মোটরসাইকেলে থাকা সাজিদ বিশ্বাস নামে এক যুবক ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। এবং গুরুতর আহত অবস্থায় জিসান শেখকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শালিখা থানা অফিসার ইনচার্জ বশিরুল ইসলাম বলেন, দ্রুত গতিতে গাড়ি চালনার ফলে ঘটনাটি ঘটেছে এবং ঘটনাটি শোনামাত্রই পুলিশ সেখানে যায় এবং উদ্ধার তৎপরতা সম্পন্ন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here