বন্ধুর সম্মানে আমরা সম্মানীত -শ্লোগানে যশোর এমএম কলেজের এইচএসসি’৯২ ব্যাচের বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত

0
213

স্টাফ রিপোর্টার : বন্ধুর সম্মানে আমরা সম্মানীত – এই শ্লোগানে যশোর সরকারী এম.এম ইউনিভার্সিটি কলেজের এইচএসসি-৯২ ব্যাচের বন্ধুদের এক মিলন মেলা আজ শনিবার যশোরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। যশোর কাস্টমস ও এক্সসাাইজ ভ্যাট কমিশনারেটের সুপার কামার হোসনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ৫জন বন্ধুকে সম্মাননা প্রদান করা হয়। মুকুল হোসনেরে সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এইচএসসি ’৯২ ব্যাচের সম্বর্ধিত বন্ধু সড়ক ও জনপথ বিভাগের যুগ্ম সচিব এতেশামুল হক হিল্লোল,পুলিশের এডিশনাল ডিআইজি সাজ্জাদুর রহমান, যুগ্ম কর কমিশনার নিগার সুলতানা বিউটি , ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ডঃ বাবুল হোসেন ও বুয়েটের অধ্যাপক ডঃ মাহাবুবুর রহমান রাসেল। এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন ’৯২ ব্যাচের বন্ধু হুমায়ুন কবির মোহন, কামাল হোসেন বিশ^াস, বাংলাদেশ বেতারের খুলনার অতিরিক্ত পরিচালক নুরুল ইসলাম বেনাপোলের সিএন্ডএফ ব্যবসায়ী নাসির হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সম্বর্ধিত বন্ধুদের পুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন সহপাঠী বন্দুরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ ৩০ বছর পর পরস্পর মিলিত হওয়া বন্ধুদের এই মিলন মেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here