ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া (খুলনা) : মহা সমারোহে চলছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার বন্দনা। ডুমুরিয়ার বরাতিয়া গ্রামের সর্বজনীন দূর্গ মন্দিরেও প্রতিবছরের ন্যায়ে এবার সেজেছে নতুন রুপে। গ্রামের সকল যুবক এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় অন্য বছরের তুলনায় এবছর নতুন রূপে এবং ভিন্ন আঙ্গিকে জমে উঠেছে বরাতিয়ার পূজা মন্দির।
মন্দির সেজেছে বিভিন্ন ধরনের সাজ সজ্জায় এবং সন্ধ্যা নামলেই আলোক সজ্জায় আলোকিত হয়ে উঠছে,সৃষ্টি করছে মনোরম পরিবেশ।১লা অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যে দিয়েই মানুষ আগমন ঘটে মন্দিরে। পূজার শুরু থেকে দশমির বিসর্জন পর্যন্ত বিনা বাধা বিপত্তিতি এবং শৃঙ্খল পরিবেশ বজায় রখার জন্য প্রশাসনের পাশাপাশি ২৪ ঘন্টা পরিশ্রমের পাশাপাশি পাহারা দিচ্ছে উক্ত গ্রামের যুবকবৃন্দরা। যুবকদের সকল দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি সহযোগিতা করেছেন বরাতিয়া সর্বজনীন দূর্গামন্দিরের নবগঠিত পূজা উদযাপন কমিটির সভাপতি উজ্জল মল্লিক, সাধারণ সম্পাদক মৃন্ময় মল্লিক,সাংগঠনিক সম্পাদক প্রনব মল্লিক সহ রাজু সরকার,শুভ মল্লিক।
তারা বলেন, নিরাপত্তা আসবে তখনই, যখন সমাজ থেকে সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতা নির্মূল করা সম্ভব হবে। তারপরেও আমরা সর্বদা চেষ্টা করছি সুষ্ঠু ভাবে পূজা উদযাপন করতে।















