যশোরে গাছ গাছালি কেটে জমি দখলের চেষ্টা

0
207

যশোর অফিস :যশোর সদর উপজেলার ফরিদপুর মৌজায় ফরিদপুরের আব্দুল মজিদের জমি দখল করার জন্য গাছগাছালি কেটে ফেলা হয়েছে। এছাড়া তাকে জীবন নাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে আব্দুল মজিদ জানান, ফরিদপুর মৌজায় তার ছোট দুই বোন রাবেয়া ও হামিদার জমিতে ঘরবাড়ি তৈরি করে বসবাস করছেন। তার দুই বোন ছোট থাকায় তাদেরকে দেখভাল করেন। এরমধ্যে বোনের জমি বিক্রি করার বললে তিনি ক্রয় করার জন্য কাগজপত্র তৈরি করছিলেন। বিষয়টি জানতে পেরে প্রতিবেশি আব্দার রহমানের ছেলে আনোয়ার এবং তার ছেলে মিলন বোনেদের চাপ দিয়ে গত ৮ আগস্ট জমি লিখে নিয়েছে। এরপর আমার জমি দখল করার জন্য গাছগাছালি কেটে দিয়েছে। এছাড়া ওই জমিতে গেলে জীবন নাশের হুমকি দিচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
যশোর কোতয়ালি থানার এসআই মাইদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here