খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেছেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ মানেই অসাম্প্রদায়িক বাংলাদেশ। সেই চেতনাকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। বাংলাদেশে কোন সাম্প্রদায়িকতার স্থান নেই। এদেশের মানুষ অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, সব ধর্মের অনুসারীরা মিলেমিশে একসঙ্গে বসবাস করে আসছে। দেশে শান্তিপূর্ণভাবে পূজা-পার্বন হয়ে আসছে।’দুর্গাপূজার বিজয়া দশমীতে বুধবার (৫ অক্টোবর) বিকেলে বাঘারপাড়া উপজেলার খাজুরা কেন্দ্রীয় পূজা ম-প পরিদর্শনে এসে তিনি একথা বলেন। এ সময় মন্দির কমিটি, আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন পুলিশ সুপার।
প্রলয় কুমার জোয়ারদার বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী। যশোর হবে নিরাপদ, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ জেলা। সব ধরনের অপশক্তি কঠোরভাবে প্রতিহত করা হবে।’ পূজা ম-প পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, পুলিশ সুপারের সহধর্মিণী জেলা পুনাকের সভাপতি ও জাতীয় গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক বিপ্লবী রানী, বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু কুমার সাহা, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলা, খাজুরা বাজার বৈদিক মন্দির কমিটির সহসভাপতি গোপাল পাল, সাধারণ সম্পাদক সনজিৎ ঘোষ, মন্দির যুব কমিটির সভাপতি লিন্টু রায়, উপজেলা যুবলীগ নেতা রুবেল রানা, ইউনিয়ন যুবলীগ নেতা আশরাফুল কবির রিজভী প্রমুখ।















