ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া ॥ ডুমুরিয়ায় এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তি থেকে জোরপূর্বক গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার গোলনা গ্রামে এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশের হস্তক্ষেপে গাছ গুলো জব্দ করা হয়েছে।
ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের মৃত ননীভূষন দেবনাথের ছেলে বিশ্বজিৎ দেবনাথ জানায়, গোনালী মৌজায় তার পৈত্রিক সম্পত্তিতে মেহগনি,শিরিস গাছ সহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০/২৫ টি গাছ লাগানো ছিল। কিন্তু জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুপুরের দিকে একই গ্রামের সোবহান আলী সরদারের ছেলে ইমদাদুল হক মিলন ইউপি সদস্য মোক্তার হোসেনের নির্দেশে লোকজন নিয়ে গাছ গুলো কেটে ফেলে। এসংবাদে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি তারা গাছ গুলো বয়ে নিয়ে যাচ্ছে। তখন আমি ডুমুরিয়া থানা পুলিশের কাছে মোবাইল করলে পুলিশ ঘটনাস্থলে এসে গাছ গুলো জব্দ করে। এব্যাপারে ইমদাদুল হক মিলন বলেন,জমি তাদের হলেও গাছ গুলো আমার লাগানো। তাই আমি গাছ গুলো কেটে নিচ্ছিলাম। ডুমুরিয়া থানা পুলিশের উদ পরিদর্শক (এস আই) শাহিন বলেন,গাছ কাটার সংবাদে আমরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক করেছি এবং একটি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে গাছ গুলো না নেওয়ার জন্য অনুরোধ করেছি। ইউপি সদস্য মোক্তার হোসেন বলেন, বিষয়টি আমি জানি।















