কেশবপুরে জোর পূর্বক কৃষকের বসত ভিটা দখলের অভিযোগ

0
239

আক্তার হোসেন, স্টাফ রিপোর্টার:কেশবপুরে এক কৃষকের বসত ভিটা থেকে উচ্ছেদের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামির মোড়ল বাদি হয়ে যশোর পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাঁস্তা গ্রামের মৃত আ: বারী মোড়লের ছেলে জামির মোড়ল তার সবত ভিটায় ৩০ বছর যাত শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে। গত সোমবার প্রতিবেশি কাঁস্তা গ্রামের নজরুল মোড়লের ছেলে আব্দুল্ল্যাহ, মুনসুরের ছেলে আসাদুল মোড়ল, নজরুল মোড়ল, কওছার মোড়ল, নজরুল মোড়লের ছেলে কাদের মোড়ল ওরফে লালটু, ইমদাদুল মোড়লের ছেলে লিটন মোড়ল, সুমন মোড়ল, শামসের মোড়লের ছেলে আ: খালেক, মোবারেক মোড়ল, কাদের মোড়ল ওরফে লালটুর স্ত্রী সালমা খাতুন ও নজরুলের ফেরসৌসিসহ ৫০ থেকে ৬০ জন হাতে কোদাল, সাবল, লোহার রড নিয়ে বসত ভিটায় অনাধিকার প্রবেশ করে বাড়ি ঘর ভাংচুর করে জামির মোড়লকে বাস্তচ্যুত করে। জামির মোড়লের কোন ছেলে সন্তান না থাকায় ভয়ে প্রতিপক্ষদেরকে বাঁধা দিতে সাহস পায়নি। বর্তমানে জামির মোড়ল বাস্ত হারা।
এ বিষয়ে নজরুল মোড়ল জানান, জামির মোড়লের বাস্ত ভিটায় তাদের ১ শতক জমি রয়েছে। ওই জমি উদ্ধারের জন্য জামির মোড়লকে বাস্ত ভিটা থেকে উচ্ছেদ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here