যশোরের শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
245

যশোর অফিস : যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে যশোর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলীর সভাপতিত্বে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হায়দার গণি খান পলাশসহ জাতীয় শ্রমিক লীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।
উল্লেখ্য অনুষ্ঠান শুরুর পূর্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আনন্দ র‍্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে বুধবার সকালে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর জেলা শ্রমিক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহরের বকুলতলার মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here